Fund Collection & Management
তহবিল সংগ্রহঃ-
নিম্নলিখিত ভাবে সংস্থার তহবিল সংগ্রহ করিতে পারবেন:
ক) ভর্তি ফি ।
খ) সদস্য চাঁদা।
গ) এককালীন সদস্য চাঁদা ।
ঘ) এককালীন সদস্য অনুদান ।
ঙ) কোন বিশেষ ব্যক্তি/প্রতিষ্ঠানের অনুদান ।
চ) সরকারী অনুদান ।
প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি কন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে লটারির আয়োজন করা হয় ।
ধারা:-২২-আর্থিক ব্যবস্থাপনা:
ক) সংস্থার আর্থিক লেনদেনের ক্ষেত্রে এলাকাস্থ বা দেশের যে কোন সিডিউল ব্যাংকে সংস্থার নামে একটি সঞ্চয়ী/চলতি হিসাব খুলতে হবে।
খ) সংস্থার সঞ্চয়ী/চলতি হিসাবটি সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিন জনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। এ ক্ষেত্রে সভাপতির সাথে সাধারণ সম্পাদক অথবা কোষাধ্যক্ষ যে কোন একজনের যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন ও জমা দিতে পারবে।
গ) সংস্থার সভাপতি/সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে কোষাধ্যক্ষ চলমান খরচ নির্বাহের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হস্তমওজুদ রাখতে পারবেন। হস্তে মওজুদের টাকা খরচের পর তা পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন গ্রহণ করতে হবে।
ঘ) আর্থিক বছর শেষে তহবিলের অর্থ বা জমাকৃত তহবিলের অর্থ সদস্যদের মধ্যে বন্টন করা যাবে না। শুধুমাত্র সংস্থার আদর্শ ও উদ্দেশ্য অর্জনে এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কল্যাণমুখী, প্রাকৃতিক দূর্যোগ ও অসহায়দের কাজে খরচ করা যাবে।
ঙ) সংস্থার প্রয়োজনীয় অর্থ খরচের পূর্বে উত্তোলনের জন্য কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন গ্রহণ করা হবে।
চ) সংস্থার নামে সংগৃহীত অর্থ কোন অবস্থাতেই হাতে রাখা যাবে না। সংগৃহীত অর্থ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে জমার রশিদ সংগ্রহ করা হবে।
ছ) সকল ব্যাংক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং নীতিমালা অনুসরণ করা হবে।