About us
আশা সমাজকল্যাণ সংস্থা
ঠিকানা: অফিস: সোবহান কুঞ্জ ইস্ট ভ্যালি, ফ্ল্যাট-১/এ, বাড়ি # ১০/আই/১, মীরবাগ, মগবাজার, ঢাকা-১২১৭ ।
আশা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল
সভাপতি জনাব, মির্জা জাকির হোসেন, সাধারন সম্পাদক জনাব শহীদুর রহমান ১০/০৬/১৬ ইং তারিখে সংগঠনের নিজস্ব ঠিকানায় আশা সমাজকল্যাণ সংস্থার বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজকর্মী, সমাজসেবক মির্জা জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য একটি প্যানেল বোর্ড গঠন এবং প্রতিষ্ঠাতা কমিটির সদস্যগনের মতামত-আলাপ আলোচনার মাধ্যমে সভায় সভাপতি ও গনতান্ত্রিক প্রস্তাবের প্রতি উপস্থিত সকল সদস্যগন একমত পোষণ করেন। অতঃপর মতামত পারষ্পরিক আলাপ আলোচনা ক্রমে উল্লেখিত তারিখে কার্যকরি কমিটির প্যানেল তৈরিপুর্বক গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। সংস্থাটি যেহেতু একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা তাই সরকারি অনুমোদন লাভের পূর্ব পর্যন্ত সরকার কর্তৃক অত্র সংস্থাকে পর্যবেক্ষন সাপেক্ষে প্রস্তুতকৃত সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র সরকার তথা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ১৯৬৯ সালের স্বেচ্ছামুলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান অধ্যাদেশ নম্বর (৪৬) এর ৪ (৩) ধারার অধিনে ১১/১১/২০১৬ তারিখে অনুমোদিত হয়। সংস্থার নিজস্বকর্ম উদ্দিপনা স্বেচ্ছাসেবী কাজে গতিশীলতার কারনে খুব দ্রুত সময়ের মধ্যে ১১/১২/২০১৬ ইং তারিখে ঢ-০৯৩২৪ ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় থেকে আশা সমাজকল্যাণ সংস্থা নামে নিবন্ধন সনদ লাভ করে।
পরবর্তীকালে সমগ্র দেশব্যাপী স্বেচ্ছাসেবী সামাজিক কাজ প্রসারিত করার জন্য আশা সমাজকল্যাণ সংস্থার কার্যকরি পরিষদ/কমিটি নিরলস ভাবে সমগ্র বাংলাদেশ ব্যাপী জনকল্যাণ মুলক সামাজিক কর্মকান্ড এবং সুরক্ষার প্রত্যয়ে এগিয়ে চলে। যথাযথ শর্তপুরণ, আশা সমাজকল্যাণ সংস্থার পক্ষে সামগ্রিক কার্যক্রম, সমাজ এবং জনস্বার্থে বিবেচিত হবার কারণে ০২/০৭/২০১৭ খ্রিঃ তারিখে নিবন্ধন নং-ঢ-০৯৩২৪ তারিখঃ ১১/১২/১৬ খ্রিঃ তারিখে অত্র আশা সমাজকল্যাণ সংস্থার কার্যএলাকা সমগ্র বাংলাদেশ ব্যাপী সম্প্রসারণ হয়। আশা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে সমগ্র দেশব্যাপী সাধারণ মানুষের দোরগোড়ায় নিবেদিত থেকে সামাজিক সুরক্ষায় বলিষ্ঠ ভুমিকা পালন করছে, বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমাদের দৃঢ় প্রত্যয় রয়েছে। জাতিসংঘ যেমন ভাবে আমাদের বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমর্থন করছে। জাতিসংঘ এবং বাংলাদেশে এর অংশিজনেরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ১৭ টি আন্তঃসংযুক্ত লক্ষ্য যা বাংলাদেশ এবং সারা বিশ্বের জনগণের সম্মুখীন প্রধান উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করে। টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং ইউএন ডেভেলপমেন্ট সিস্টেম রিফর্ম (UNDS) এর সাথে সামঞ্জস্য রেখে, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাগুলি এসডিজি বাস্তবায়নে এবং উন্নয়ন প্রভাব বাড়ানোর জন্য সরকারকে সহায়তা করার জন্য একটি নতুন এবং সুসংগত উপায়ে একত্রে কাজ করছে। বাংলাদেশে জাতিসংঘ টেকসই উন্নয়ন সমাধান, দারিদ্র্য বিমোচন, দূর্যোগ ব্যাবস্থাপনা, শান্তি, সুশাসন, পুলিশ সংস্কার, মানবাধিকার, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে সরকারকে সহযোগিতা করে আসছে।
পরিবার পরিকল্পনা, জনসংখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হল দারিদ্রোর অবসান, পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষা এবং সর্বত্র মানুষ যাতে শান্তি সমৃদ্ধি উপভোগ করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি বৈশ্বিক আহবান আমরা আশা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ্য থেকে এ জাতীয় কর্মসূচির প্রতি এবং অটুট লক্ষ্যমাত্রার সাথে পরিকল্পনা করতে বদ্ধপরিকর।
(১) দারিদ্র নেই
(২) জীরো হাঙ্গার
(৩) সুস্বাস্থ্য এবং সুস্থতা
(৪) মান সম্মত শিক্ষা ব্যাবস্থা
(৫) লিঙ্গ সমতা
(৬) বিশুদ্ধ জল এবং স্যানিটেশন
(৭) সাশ্রয়ি মুল্যের এবং পরিচ্ছন্ন শক্তি
(৮) উপযুক্ত চাকরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি
(৯) শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো
(১০) বৈষম্য কমানো
(১১) টেকসই শহর এবং টেকসই সম্প্রদায়
(১২) দায়বদ্ধ খরচ এবং উৎপাদন
(১৩) জলবায়ু কর্ম
(১৪) পানিতে নিরাপদ জীবন
(১৫) ভুমিতে নিরাপদ জীবন
(১৬) শান্তি ও ন্যায় বিচার শক্তিশালী প্রতিষ্ঠান
(১৭) লক্ষ্যের জন্য অংশিদারিত্ব
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হল সকল মানুষের একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের অভিষ্ট লক্ষ্য। তারা দারিদ্রের অবসান, গ্রহকে রক্ষা করতে এবং সমস্ত মানুষ শান্তি ও সমৃদ্ধি উপভোগ করতে পারে তা নিশ্চিত করবার জন্য একটি সর্বজনীন আহবান । আশা সমাজ কল্যাণ সংস্থা জাতিসংঘ ঘোষিত এস,ডি,জি, বাস্তবায়নের নীতিপন্থাকে জনকল্যাণে, এই গ্রহের কল্যাণে অবিরাম সমর্থন করে। বাংলাদেশের মাথাপিছু জি -ডি-পি ২০২১ ( পি পি পি) USD$ ৬,৪৯৪ জি ডি পি ২০২১ (পি পি পি) USD$ ১.১ ট্রিলিয়ন। ২০২৩ পর্যন্ত এসডিজির জন্য সরকারের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি ঊর্ধ্বমুখী আছে।বাংলাদেশ পূর্ব ও দক্ষিণ এশিয়ায় SPG- সুচকর্যাঙ্ক ১০১/১৬৬ SDGs সুচক স্কোর ৬৫.৯ ।
স্বেচ্ছাসেবী অলাভজনক একটি সংস্থা হিসেবে আশা সমাজ কল্যাণ সংস্থা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাথে সম্পৃক্ত কার্যক্রম নিবিরভাবে পরিচালনার মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী অলাভজনক বেসরকারী সংস্থা হিসেবে ইতিমধ্যেই গনপ্রজান্তন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের NGO AFFAIRS BUREAU থেকে রেজিস্ট্রেশন সনদ গ্রহন করেছে । যাহার রেজিস্ট্রেশন নং-৩৩৫৭ ASHA SAMAJ KALLAYAN SHANGSTHA ( স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা হিসেবে নিবন্ধিত ) । অত্র সংস্থার কার্যকরী পরিষদ দৃঢ় ভাবে মনে করে যে, আগামী দিনের সুখী সমৃদ্ধ স্মার্ট পৃথিবী বিনির্মাণে জনমানব তথা এই গ্রহের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে।
মির্জা জাকির হোসেন
সভাপতি
মোঃ শহিদুর রহমান
সাধারন সম্পাদক
Our Location